SellNow SAAS ই-কমার্স

  • ওয়েবসাইট এর লে-আউট পরিবর্তন করতে পারবে।
  • সকল কালার কম্বিনেশন নিজেদের পছন্দমতো কন্ট্রোল করতে পারবে।
  • থার্ড পার্টি যেসব প্ল্যাটফর্ম আছে, যেমন: ফেসবুক, গুগল এনালিটিক্স এধরনের প্লাটফর্মের সাথে খুব সহজেই কানেক্ট করতে পারবে।
  • ডোমেইনঃ
  • ডোমেইন কাস্টমার চাইলে নিজে কিনে দিতে পারে অথবা আমাদের কাছ থেকে কিনে নিতে পারবে। এক্ষেত্রে, ডোমেইন এর মূল্য আলাদাভাবে পরিশোধ করতে হবে।

  • ফ্রি হোস্টিং চার্জ ও ব্যান্ডউইথঃ
  • এই প্যাকেজ এর জন্য আলাদা কোন হোস্টিং চার্জ দিতে হবে না। এই প্যাকেজ এর ব্যান্ডউইথ মান্থলি 100GB ১০০ জিবি । যার ফলে প্রতিদিন 50-60$ ডলার এর বুস্ট করলেও / চললেও ব্যান্ডউইথ শেষ হবে না।

  • নীতিমালা
  • যে তারিখে প্যাকেজ ইন্সটল করা হবে সে তারিখ থেকে পরবর্তী ৩০ (ত্রিশ) দিন একমাস হিসেব করা হবে এবং প্রতি মাসের সার্ভিস চার্জ মাস শেষ হওয়ার পরবর্তী ০৫ (পাঁচ) দিনের মধ্যেই পরিশোধ করতে হবে। অন্যথায় একাউন্টটি সয়ংক্রিয়ভাবে সাসপেন্ড হয়ে যাবে এবং এর পরবর্তী ২৫ (পচিশ) দিনের মধ্যে সার্ভিস চার্জ পরিশোধ না করা হলে একাউন্টটি টার্মিনেটেড / স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে। পরবর্তীতে কেউ যদি আবার সেই একাউন্ট নতুন করে চালু করতে চায়, তাহলে এককালীন =৫০০০/- (পাচঁ হাজার) টাকা এবং সার্ভিস চার্জ পরিশোধ করে চালু করতে হবে।

    যদি কেউ অতিরিক্ত বুস্ট চালায়, সেক্ষেত্রে তাদেরকে আমরা রিকমেন্ড করবো আলাদা একটা হোস্টিং প্যাকেজ নিতে হবে। যেটার ক্ষেত্রে বাৎসরিক নবায়ন চার্জ প্রযোজ্য হবে। যেটা প্রতিবছর নবায়ন করতে হবে।

    মান্থলি বিল সিস্টেম, ই-কমার্স সিস্টেম কাস্টমার এর রিকোয়ারমেন্ট অনুযায়ি কাস্টমাইজ করা হবে না। ই-কমার্স এর জন্য যেসকল আপডেট করা প্রয়োজন, আমাদের ই-কমার্স স্পেশালিস্ট টিম এটা প্রতি মাসেই/সপ্তাহে আপডেট করে থাকে। যদি কাস্টমারের কোন প্রকার রিকোয়েস্ট থাকে তা আমাদের কাছে পাঠানোর অপশন রয়েছে। আমাদের টিম তা পর্যালোচনা করে যদি ই-কমার্স এর জন্য গুরুত্বপুর্ন মনে করে তবে তা আপডেট করবে।

;